|
দোয়েল
Magpie-robin
পাস্সেরিফোরমেস
বর্গের অন্তর্গত
Copsychus
গণের ছোটো আকারের পাখি।
বাংলাদেশের জাতীয় পাখি।
এদের দৈর্ঘ্য ১৯ সেন্টিমিটার। লেজ বেশ লম্বা। প্রায়ই লেজ
উপরের দিকে উঠিয়ে রাখে।
পুরুষ দোয়েলের উপরের ভাগের রং কালো। মাথা এবং গলার অংশে সাদাটে
কালো বর্ণের হয়। লেজের নিচের অংশ সাদা। স্ত্রী-দোয়েলের উপরের অংশ ধুসরকালো বুকের
দিকের রঙ সাদাটে ধূসর।
এরা জোড়া বেধে থাকে। প্রজনন কালে গাছের খোঁড়লে ঝোপে, বাড়ির
ফাঁক-ফোকরে বাসা তৈরি করে। একবারে স্ত্রী পাখি ৩ থেকে ৫টি ডিম পাড়ে। স্ত্রী-দোয়েল ৮
থেকে ১০দিন ধরে ডিমে তা দেয়। বাচ্চার পরিচর্যার ক্ষেত্রে স্ত্রী-পাখি অগ্রণী ভূমিকা
রাখে। এরা প্রায় ১৫ বৎসর বাঁচে।
এরা ছোট ছোট কীটপতঙ্গ খায়। এই কারণে বাগানে বা জমির আলে এদের
বেশি দেখা যায়।
এদের কণ্ঠস্বর বেশ মিষ্টি। তবে কোকিলের মতো টানা সুরে ডাকে না।
টুই টুই, টিই ধরনের শব্দ করে।