এর আকার ছিল মাঝারি মাপের দুটি
রেফ্রিজেটারের সমান। মোট জায়গার পরিমাণ ছিল ৬৮ ঘনফুট। এর দৈর্ঘ্য ছিল ৬০ ইঞ্চি,
উচ্চতা ছিল ৬৪ ইঞ্চি এবং প্রস্থ ছিল ২৯ ইঞ্চি। বাইরের আবরণসহ এর ওজন ছিল ৯১০ কেজি। এর মোট
কার্যক্ষম সময় ছিল ২০০০ ঘণ্টা।
এতে তথ্য সংরক্ষণের স্থান ছিল মাত্র ৩.৭৫ মেগাবাইট। আর এই তথ্য রাখার জন্য ৫০টি
ডিস্ক ব্যবহার করা হয়েছিল। এতে ছিল ৫০,০০০ সেক্টর। ডিস্কগুলোর ঘূর্ণগতি ছিল
১২০০/প্রতি-মিনিট। প্রতি ইঞ্চিতে তথ্য সংরক্ষণ করা যেতো ১০০ বর্ণাঙ্কিক চিহ্ন। এর
তথ্য সন্ধানের জন্য সময় ব্যয় হতো ৬০০ মিলিসেকেন্ড।
১৯৬১ খ্রিষ্টাব্দে এই হার্ডডিস্কের উন্নত সংস্করণ হিসেবে তৈরি করেছিল
IBM 1301
নামক হার্ডডিস্ক।
ফলে ১৯৬১ খ্রিষ্টাব্দের পরে
IBM 305
-এর উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। ১৯৫৬ খ্রিষ্টাব্দ থেকে
১৯৬১ খ্রিষ্টাব্দ পর্যন্ত আইবিএম সহস্রাধিক এই
হার্ডডিস্ক
উৎপন্ন করেছিল।
সূত্র :