লোদী রাজবংশ
রাজত্বকাল: ১৪১৫-১৫২৬ খ্রিষ্টাব্দ

লোদীদের আদি বাসস্থান ছিল আফগানিস্তান। ভারতে আগত 'লোদী'রা ছিল- মূল আফগানিস্তানের লোদী গোষ্ঠীর উপজাতি হিসেবে পরিচিত 'শাহু খেল' গোষ্ঠীর অন্তর্ভুক্ত।

মালিক বাহরাম সুলতান ফিরোজ তুঘলকের আমলে মুলতানে আসেন এবং সেখানকার গভর্নর মর্দান দৌলতের অধীনে চাকুরি নেন। বাহরামের এক পুত্র সুলতান শাহ শিরহিন্দের শাসক নিযুক্ত হন এবং খিজির খাঁ কর্তৃক ইসলাম খাঁ' উপাধিতে ভূষিত হন। বাহরামের অপর পুত্র মালিক কারার পুত্র ছিলেন বহলুল।

বহলুল তাঁর কাকা ইসলাম খাঁ-র খুব প্রিয়পাত্র ছিলেন। আরবি ও ফারসিতে তাঁর যথেষ্ট ব্যুৎপত্তি ছিল। সামরিক শিক্ষাতেও তিনি পারদর্শী ছিলেন। সুলতান শাহ'র ইচ্ছানুযায়ী তাঁর মৃত্যুর পর বহলুল লোদী শিরহিন্দের গভর্নর নিযুক্ত হন। পরে তিনি গুজরাটের শাসনকর্তা যুক্ত হন।

 দিল্লির সুলতান মহম্মদ শাহের স্বপক্ষে যুদ্ধ করে মালবের শাসক মহম্মদ খলজিকে বহলুল পরাজিত করে পুরস্কার হিসেবে লাহোরের শাসক পদ পান। এরপর দিল্লির উজির হামিদ খাঁকে পরাজিত করে দিল্লি দখল করেন। সেই সময় সুলতান আলম শাহ বদাউনে অবস্থান করছিলেন। বহলুল লোদী সুলতানকে দিল্লি এসে সিংহাসন গ্রহণ করতে অনুরোধ করেন। কিন্তু আলম শাহ স্বেচ্ছায় সিংহাসন ত্যাগ করেন। ১৪৫১ খ্রিষ্টাব্দে বহলুল লৌদী সিংহাসনে বসেন। এর মাধ্যমে ‘লোদী রাজবংশের’ সূচনা হয়।

লৌদী বংশের শাসকবৃন্দের রাজত্বকাল ১৫২৬ খ্রিষ্টাব্দে পাণিপথের প্রথম যুদ্ধে বাবর ইব্রাহিম লোদীকে পরাজিত ও নিহত করেন। এর মধ্য দিয়ে লৌদী বংশের রাজত্ব শেষ হয়ে যায় এবং মোগল রাজত্বের শুরু হয়।
সূত্র: