বিষয়: আবদুল লতিফের গান
গান সংখ্যা: ১০

ও আমার দেশের মাটিরে
তুই যে আমার সাত রাজার ধন সোনা খাঁটিরে ॥

ওরে তুই যে আমার স্বপ্ন আশা স্বপ্ন আশারে
তুই যে আমার ভালোবাসা ভালোবাসারে
তুই যে আমার ক্ষুদ পিপাসায় দুধের বাটিরে ॥

তোর বনে যে দোয়েল কোয়েল হাজার পাখির গান
বটের ছায়ায় শীতল বাতাস জুড়ায় আমার প্রাণ
ছায়া ঢাকা, ঘুঘু ডাকা ছবি আঁকা মধু মাখা ।

ওরে তুই যে আমার জীবন মরণ জীবন মরণরে
তুই যে আমার দুঃখ হরণ দুঃখ হরণরে
তোরই বুকে বিছাই সুখের জীবন পাটিরে ॥