শিরোনাম: সদা মন চাহে মদিনা যাব
বিষয়: মোহম্মদ সুলতান-এর গান

সদা মন চাহে মদিনা যাব।
আমার রসুল আরবি, না হেরে নয়নে, কি সুখে গৃহে রব॥
পরান আমার লোটাতে চাহে, সেই মহী আরব ভূমে
পরান আমার লোটাতে চাহে, পাক রওজার মাটি চুমে,
                    ছাড়ি গৃহ বাস,
                    যাব কম্‌লিওয়ালা পাশ,
কম্বল সম্বল করি। আমি ধূলি হব, আমি সেই পথের ধূলি হব।
নবী যে পথ দিয়ে চলে ছিলেন, সেই পথের ধূলি হব॥

প্রাসঙ্গিক পাঠ: ১৯৩৬ খ্রিষ্টাব্দের জুলাই (আষাঢ়-শ্রাবণ ১৩৪৩) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি এই গানটির একটি রেকর্ড প্রকাশ করেছিল। কণ্ঠ দিয়েছিলেন কে, মল্লিক। রেকর্ড নম্বর এন ৯৭৮৪। রেকর্ড বুলেটিনে উল্লেখ ছিল- 'কথা মহম্মদ সুলতান'। উল্লেখ এই রেকর্ডের অপর গানটি ছিল 'সেই পথে মন মম ধায়'। [রেকর্ড বুলেটিন]

মুহম্মদ আয়ুব হোসেন সম্পাদিত 'দুখুমিয়ার লেটো গান' গ্রন্থে এই গানটিকে নজরুলের রচিত  'লেটো গান' হিসেবে গৃহীত হয়েছিল। [গ্রন্থসূত্র: 'দুখুমিয়ার লেটো গান' সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৩৯৪]

এই গ্রন্থে অন্তর্ভুক্ত গানটি রেকর্ডের গানের চেয়ে বড় এবং পাঠ্য বিন্যাসে ভিন্নতা লক্ষ্য করা যায়। এই পাঠটি হলো-

সদা মন চাহে মদিনা যাব
আমার রসুলে আরবি না হেরে নয়নে
                    কি সুখে গৃহে রব॥
মদিনার বুকে রয়েছে ঘুমায়ে আমার বুকের নিধি
তায় বুকে তার মিলাইব বুক পায়ে লুটাইব নিরবধি
ধুলিকণা হবো, আমি ধুলিকণা হবো
(ওগো) নবী পদরেখা যেই পথে আঁকা
                    সেই পথে বিছাইব
আবিল হতে দেবো না, মধুর স্বপন তপ্ত বরণ
আবিল হতে দেবো না।

সদা আকুল পিয়াসা জাগে
পদমুখো হয়ে কদম রসুল
চুম্‌ দিবো অনুরাগে।

ধুলি হ'বো, আমি সেই পথের ওই ধুলি হ'বো
নবী যে পথ দিয়ে চলেছিলেন
সেই পথের ওই ধুলি হবো
শুধু পায়ের চিহ্ন পরশ পাব
            সেই পথের ওই ধুলি হবো॥

প্রিয় নবীর রাঙা পা দু'খানি
চুমিব সদা দিবস যামী,
আমার জীবনে লেগেছে নয়নের স্বাদ
জুড়াতে আমার দেখিব
পোড়া নয়নের মোর আছে বড় খেদ
মিটেনি আমার তৃষা গো
হেথা নয়নের তৃষা অধরে মিটাতে
এবার আমি ধুলি হবো ॥

মুহম্মদ আয়ুব হোসেন সম্পাদিত 'দুখুমিয়ার লেটো গান' থেকে কবি নজরুল ইন্সটিটিউট থেকে প্রকাশিত 'নজরুল সঙ্গীত সংগ্রহ' গ্রন্থে নজরুলের গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে।

 [গ্রন্থসূত্র: 'নজরুল-সংগীত সংগ্রহ' রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৮৮৩]

২০১৩ খ্রিষ্টাব্দের একুশে বই মেলায়, এস. এম. আহসান মুর্শেদ -কৃত নজরুলের স্বরলিপি-গ্রন্থ  ' নজরুল সঙ্গীত স্বরলিপি (৩৫শ খণ্ড)' -তে নজরুলের গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল।  [নমুনা]
এস. এম. আহসান মুর্শেদ -কৃত স্বরলিপিতে গানটির বিষয়াঙ্গ হিসেবে উল্লেখ করা হয়েছে- 'কীর্তনের সুরে নাত-এ রসুল। লেটোদলের গান'।