বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: মন জপ নাম শ্রীরঘুপতি রাম
মন জপ নাম শ্রীরঘুপতি রাম
নব দূর্বাদলশ্যাম নয়নাভিরাম।
সুরাসুর-কিন্নর-যোগী-মুনি-ঋষি-নর
চরাচর যে নাম জপে অবিরাম ॥
সজল-জলদ-নীল-নবঘন কান্তি
নয়নে করুণা,আননে প্রশান্ত
নাম শরণে টুটে যায় শোক-তাপ-ভ্রান্তি
রূপ নেহারি মুরছিত কোটি কাম॥
- রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ২০৫৮ সংখ্যক গান।
এই গ্রন্থের ১৯৬০ সংখ্যক গানটির প্রথম চরণের বিন্যাস 'নব দূর্বাদল-শ্যাম জপ
মন নাম শ্রীরঘুপতি রাম'। বাকি সকল অংশ এই গানের মতই।
-
সন্ধ্যামালতী
- প্রথম সংস্করণ [শ্রাবণ ১৩৭৭ (জুলাই-আগষ্ট ১৯৭১)] গান সংখ্যা ১৩৮। পৃষ্ঠা:
৭৯।
- নজরুল রচনাবলী জন্মশতবার্ষিকী সপ্তম খণ্ড [১১ জ্যৈষ্ঠ ১৪১৫, ২৫ মে ২০০৮।
সন্ধ্যামালতী, গান ১১৬। পৃষ্ঠা: ১৮৬-১৮৭]