গীতবিতান
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ ১৯৩৮
গীতবিতান হলো- রবীন্দ্রনাথের রচিত সকল গানের বাণী অংশ নিয়ে সঙ্কলিত গ্রন্থ বিশেষ।
এই
গ্রন্থটি প্রকাশের আগে রবীন্দ্রনাথের গানগুলো তত্ত্ববোধনী, ভারতী'র মতো
বিভিন্ন পত্রিকায়,
রবীন্দ্রনাথের নিজের
নাটকে বা স্বতন্ত্র
সঙ্গীত-সংকলনে,
জ্যোতিরিন্দ্রনাথের নাটকে ছড়িয়ে ছিটিয়ে ছিল।
রবীন্দ্রনাথ গানের সম্পূর্ণ সংগ্রহ প্রচারের
উদ্দেশ্যে গীতবিতান
নামক একটি 'সঙ্গীতসঙ্কলন' প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছিলেন
নেওয়া হয়। ১৩৩৮ বঙ্গাব্দে আশ্বিন
(সেপ্টেম্বর-অক্টাবর ১৯৩১)
মাসে,
বিশ্বভারতী-গ্রন্থালয় থেকে দু্ই খণ্ডে গীতবিতান প্রকাশিত হয়।
প্রথম খণ্ডের শুরুতে, কোন্ কোন্
গ্রন্থ থেকে এই খণ্ড দুটিতে গানগুলো গ্রহণ করা হয়েছে, তার নাম এবং গৃহীত গানের
তালিকা দেওয়া আছে। দুটি খণ্ডের অখণ্ডতা রক্ষার জন্য, পৃষ্ঠাঙ্কের ধারাবাহিকতা রক্ষা
করা হয়েছে। এই সূত্রে প্রথম খণ্ডের শেষ গান 'হে মোর চিত্ত পূণ্যতীর্থে' ৩৬৪ পৃষ্ঠায়
শেষ হয়েছে। আর দ্বিতীয় খণ্ডের পৃষ্ঠাঙ্ক শুরু হয়েছে ৩৬৫ পৃষ্ঠা থেকে। আর শেষ হয়েছে
৬৬৮ পৃষ্ঠায়।
গীতবিতান প্রথম খরণ্ড, প্রথম সংস্করণের বিষয়-বিভাগ ভিত্তিক সূচি
১৩৩৮ বঙ্গাব্দের পূর্বে প্রকাশিত যে সকল গ্রন্থাদি থেকে গীতবিতান প্রথম
খণ্ডে গানগুলো গ্রহণ করা হয়েছিল, তার বিভাগসহ গানের তালিকা দেওয়া হয়েছিল গ্রন্থটির
শুরুতেই। এই তালিকাটি ছিল-
-
কৈশোরক (১৩০৩): এই বিভগের গানের সংখ্যা ১৮টি।
- বাল্মীকি প্রতিভা (১২৯২)
- ছবি ও গান (১২৯০)
- প্রকৃতির প্রতিশোধ (১২৯১)
- কড়ি ও কোমল (১২৯৩)
- মায়ার খেলা (১২৯৫)
- মানসী (১২৯৭)
- রাজা ও রাণী (১২৯৬)
- বিসর্জ্জন (১২৯৭)
- সোনার তরী (১৩০১)
- চিত্রা (১৩০২)
- চৈতালী (১৩০৩)
-
কাব্যগ্রন্থাবলী (১৩০৩ )
- 'গান' অংশ থেকে
- 'ব্রহ্মসঙ্গীত' অংশ থেকে
- কল্পনা(১৩০৭),
-
নৈবেদ্য (১৩০৮)। গান সংখ্যা ১৭টি।
মোহিত সেন সম্পাদিত কাব্যগ্রন্থের ৮ম ভাগ "গান" বই হইতে (১৩১০),চিরকুমার সভা
(হিতবাদী-সংস্করণ গ্রন্থাবলী, ১৩১১), খেয়া (১৩১৩), প্রজাপতি নির্ব্বন্ধ
(মজুমদার লাইব্রেরী সংস্করণ গদ্যগ্রন্থাবলী, ১৩১৪), শারোৎসব (১৩১৫), ১৩১৫ সনে
প্রকাশিত "গান" গ্রন্থ হইতে), প্রায়শ্চিত্ত (১৩১৬),
-
গীতাঞ্জলি (১৩১৭)