গীতবিতান
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ ১৯৩৮

গীতবিতান হলো- রবীন্দ্রনাথের রচিত সকল গানের বাণী অংশ নিয়ে সঙ্কলিত গ্রন্থ বিশেষ। এই গ্রন্থটি প্রকাশের আগে রবীন্দ্রনাথের গানগুলো তত্ত্ববোধনী, ভারতী'র মতো বিভিন্ন পত্রিকায়, রবীন্দ্রনাথের নিজের নাটকে বা স্বতন্ত্র সঙ্গীত-সংকলনে, জ্যোতিরিন্দ্রনাথের নাটকে  ছড়িয়ে ছিটিয়ে ছিল। রবীন্দ্রনাথ গানের সম্পূর্ণ সংগ্রহ প্রচারের উদ্দেশ্যে গীতবিতান নামক একটি 'সঙ্গীতসঙ্কলন' প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছিলেন নেওয়া হয়। ১৩৩৮ বঙ্গাব্দে আশ্বিন (সেপ্টেম্বর-অক্টাবর ১৯৩১) মাসে, বিশ্বভারতী-গ্রন্থালয় থেকে দু্‌ই খণ্ডে গীতবিতান প্রকাশিত হয়।

প্রথম খণ্ডের শুরুতে, কোন্ কোন্ গ্রন্থ থেকে এই খণ্ড দুটিতে গানগুলো গ্রহণ করা হয়েছে, তার নাম এবং গৃহীত গানের তালিকা দেওয়া আছে। দুটি খণ্ডের অখণ্ডতা রক্ষার জন্য, পৃষ্ঠাঙ্কের ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে। এই সূত্রে প্রথম খণ্ডের শেষ গান 'হে মোর চিত্ত পূণ্যতীর্থে' ৩৬৪ পৃষ্ঠায় শেষ হয়েছে। আর দ্বিতীয় খণ্ডের পৃষ্ঠাঙ্ক শুরু হয়েছে ৩৬৫ পৃষ্ঠা থেকে। আর শেষ হয়েছে ৬৬৮ পৃষ্ঠায়।

গীতবিতান প্রথম খরণ্ড, প্রথম সংস্করণের বিষয়-বিভাগ ভিত্তিক সূচি
১৩৩৮ বঙ্গাব্দের পূর্বে প্রকাশিত যে সকল গ্রন্থাদি থেকে গীতবিতান প্রথম খণ্ডে গানগুলো গ্রহণ করা হয়েছিল, তার বিভাগসহ গানের তালিকা দেওয়া হয়েছিল গ্রন্থটির শুরুতেই। এই তালিকাটি ছিল-