অরূপরতন

এটি রবীন্দ্রনাথের রচিত একটি নাটকএটি রাজা নামক নাটকের অভিনয়যোগ্য সংক্ষিপ্ত সংস্করণ। উল্লেখ্য রাজা নাটকটি প্রকাশিত হয়েছিল ১৩১৭ বঙ্গব্দের (১৯১০ খ্রিষ্টাব্দ) পৌষ মাসে। রাজা'র কাহিনী অবলম্বনে রচিত এই নাটকটি রবীন্দ্রনাথ ১৩২৬ বঙ্গাব্দের মাঘ মাসে রচনা করেন। এই বৎসরেই এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল। রবীন্দ্রনাথ ১৩৪২ বঙ্গাব্দে এর পুনঃপরিবর্তন করেন। বর্তমানে গ্রন্থটি বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত রবীন্দ্র রচনাবলীর ত্রয়োদশ খণ্ডে পাওয়া যায়। নিচে এই নাটকের গানগুলোর তালিকা দেওয়া হলো।