বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
শোনো শোনো আমাদের ব্যথা
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান
( বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর
পাঠ: জাতীয় সংগীত : ৩
শোনো
শোনো আমাদের ব্যথা দেবদেব, প্রভু, দয়াময়-
আমাদের
ঝরিছে নয়ন, আমাদের ফাটিছে হৃদয়
॥
চিরদিন
আঁধার না রয়- রবি উঠে, নিশি দূর হয়-
এ
দেশের মাথার উপরে এ নিশীথ হবে না কি ক্ষয়।
চিরদিন
ঝরিবে নয়ন? চিরদিন ফাটিবে হৃদয়?!
মরমে
লুকানো কত দুখ, ঢাকিয়া রয়েছি ম্লান মুখ-
কাঁদিবার নাই অবসর- কথা নাই, শুধু ফাটে বুক।
সঙ্কোচে ম্রিয়মাণ প্রায়, দশ দিশি বিভীষিকাময়-
হেন
হীন দীনহীন দেশে বুঝি তব হবে না আলয়।
চিরদিন
ঝরিবে নয়ন, চিরদিন ফাটিবে হৃদয়॥
কোন
কালে তুলিব কি মাথা। জাগিবে কি অচেতন প্রাণ।
ভারতের
প্রভাতগগনে উঠিবে কি তব জয়গান।
আশ্বাসবচন কোনো ঠাঁই কোনোদিন শুনিতে না পাই-
শুনিতে
তোমার বাণী তাই মোরা সবে রয়েছি চাহিয়া॥
বলো,
প্রভু, মুছিবে এ আঁখি, চিরদিন ফাটিবে না হিয়া॥
-
পাণ্ডুলিপির পাঠ:
পাওয়া যায়নি।
-
পাঠভেদ:
-
তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান:
- খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩]
-
গান। মিশ্র দেশ
খাম্বাজ।
পৃষ্ঠা: ৪৪৬।
[নমুনা]
-
ব্রহ্মসঙ্গীত। মিশ্র দেশ
খাম্বাজ।
ঝাঁপতাল।
পৃষ্ঠা: ৪৫৪
[নমুনা]
-
গীতবিতান
- অখণ্ড, তৃতীয়
সংস্করণ (বিশ্বভারতী,
চৈত্র ১৪১৩),
পর্যায়:
জাতীয় সংগীত ৩,
পৃষ্ঠা: । [নমুনা]
-
ভারততীর্থ (শ্রাবণ
১৩৫৪)। ইন্দিরাদেবী -কৃত স্বরলিপিসহ মুদ্রিত।
-
রবিচ্ছায়া
(সাধারণ ব্রহ্মসমাজ যন্ত্র, ১২৯২)।
জাতীয় সঙ্গীত ৭।
মিশ্র দেশ
খাম্বাজ-ঝাঁপতাল ।
পৃষ্ঠা: ১৬৫-১৬৬। [নমুনা:
১৬৫,
১৬৬]
-
রবীন্দ্রগ্রন্থাবলী [হিতবাদী (১৩১১ বঙ্গাব্দ)।
- গানের বহি।
মিশ্র দেশ খাম্বাজ-ঝাঁপতাল।
গান সংখ্যা ২১৫ পৃষ্ঠা: ১০১৩-১০১৪।
প্রথমাংশ,
শেষাংশ]
- ব্রহ্মসঙ্গীত।
মিশ্র দেশ খাম্বাজ-ঝাঁপতাল ।
গান সংখ্যা: ৩২৬। পৃষ্ঠা: ১০৩৫
[নমুনা]
-
স্বরবিতান সপ্তচত্বারিংশ (৪৭) খণ্ড (বিশ্বভারতী, পৌষ
১৪১২), গান সংখ্যা ৩, পৃষ্ঠা ৩৯-৪৪।
[নমুনা]
-
রেকর্ডসূত্র:
- প্রকাশের
কালানুক্রম:
- গ.
সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
-
স্বরলিপি:
[স্বরলিপি]
-
স্বরলিপিকার:
ইন্দিরাদেবী
চৌধুরানী।
-
সুর
ও তাল:
-
স্বরবিতান সপ্তচত্বারিংশ
(৪৭)
খণ্ডে (বিশ্বভারতী, পৌষ ১৪১২)
গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি
২/৩/২/৩ মাত্রা ছন্দে
ঝাঁপতাল
তালে নিবদ্ধ।
-
রাগ :
ঝিঁঝিট-পাশ্চাত্য প্রভাব। তাল : ঝাঁপতাল।
[রবীন্দ্রসংগীত:
রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬],
পৃষ্ঠা: ৭৯।
-
রাগ:
খাম্বাজ।
তাল: ।
[রাগরাগিণীর
এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ
রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১],
পৃষ্ঠা:
১৩৭।
- বিষয়াঙ্গ:
- সুরাঙ্গ:
-
গ্রহস্বর:
সা।
-
লয়: