বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
হৃদয় মোর কোমল অতি

পাঠ ও পাঠভেদ:

হৃদয় মোর কোমল অতি,       সহিতে নারি রবির জ্যোতি,

            লাগিলে আলো শরমে ভয়ে   মরিয়া যাই মরমে

ভ্রমর মোর বসিলে পাশে        তরাসে আঁখি মুদিয়া আসে,

            ভূতলে ঝ’রে পড়িতে চাহি      আকুল হয়ে শরমে

কোমল দেহে লাগিলে বায়   পাপড়ি মোর খসিয়া যায়,

            পাতার মাঝে ঢাকিয়া দেহ  রয়েছি তাই লুকায়ে।

আঁধার বনে রূপের হাসি   ঢালিব সদা সুরভিরাশি,

            আঁধার এই বনের কোলে  মরিব শেষে শুকায়ে