বাংলাদেশ টেলিভিশন
বাংলাদেশের জাতীয় টেলিভিশন সম্প্রচারের প্রতিষ্ঠান। এটি মূলত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণাধীন পাবলিক সার্ভিস ব্রডকাস্টার। এর সংক্ষিপ্ত নাম- বিটিভি (BTV) । এর প্রধান কার্যালয় রামপুরা, ঢাকা।

বাংলাদেশের জাতীয় বৃহত্তর স্বার্থ এবং দর্শকদের অভিরুচি ও মতামতকে গুরুত্ব দিয়ে নাটক, সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, প্রামাণ্য চিত্র, ম্যাগাজিন, ধর্মীয় অনুষ্ঠান, আলোচনা অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা ও রিয়োলিটি শো নির্মাণ এবং প্রচারসহ প্রতিদিন ১০টি সংবাদ বুলেটিন প্রচার করে থাকে। দর্শক চাহিদা মেটাতে বিটিভি দেশীয় ও আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবলসহ বড় বিনোদনমূলকগুলো সরাসরি সম্প্রচার করে থাকে।
 
১৯৬৪ খ্রিষ্টাব্দের ২৫ ডিসেম্বর (শুক্রবার ১০ পৌষ ১৩৭১) আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু হয়। এখন এটা ছিল একটি পরীক্ষামূলক কার্যক্রম। সে সময় এই কার্যক্রম পরিচালিত হতো তৎকালীন ডি আই টি ভবন (বর্তমানে রাজউক কার্যালয়) থেকে। এর জন্য এই ভবনের মাত্র দুটি কক্ষ বরাদ্দ ছিল। অনুষ্ঠান চলতো মাত্র ৩ ঘন্টা।

সেসময় টেলিভিশনে প্রযুক্তির অভাবের কারণে সব অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হতো একটি চ্যানেলে। অনুষ্ঠানটি চলতো সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত। বিটিভির সম্প্রচার সীমা ছিল ঢাকা শহরের চারপাশে দশ মাইল। ঢাকায় এই টেলিভিশনের স্থাপনা তৈরি এবং সম্প্রচারের দায়িত্বে ছিল জাপানি টেলিভিশন কোম্পানি এনএইচকে।

টেলিভিশনে প্রথম প্রচারিত অনুষ্ঠানে প্রথম গান গেয়েছিলেন ফেরদৌসী রহমান। গানটি ছিল আবু হেনা মোস্তফা কামালের লেখা এই যে আকাশ নীল হল আজ/এ শুধু তোমার প্রেমে। টেলিভিশন কেন্দ্রের প্রথম প্রযোজক ছিলেন মুস্তাফা মনোয়ার, জামান আলী খান ও মনিরুল ইসলাম। অনুষ্ঠান বিভাগের প্রথম ব্যবস্থাপক ছিলেন কলিম শরাফী।

১৯৬৭ খ্রিষ্টাব্দে পাকিস্তান টেলিভিশন কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হয়।

১৯৭২ খ্রিষ্টাব্দের ১৫ সেপ্টেম্বর (শুক্রবার ৩০ ভাদ্র ১৩৭৯) রাষ্ট্রপতির আদেশে (পি.ও নং-১১৫)- একে সরকারি প্রতিষ্ঠানে রূপান্তরিত করা হয়। এই আদেশ বলে এর নাম হয় 'বাংলাদেশ টেলিভিশন'।
 

 রামপুরাস্থ ঢাকা টেলিভিশন কেন্দ্র

১৯৭৫ খ্রিষ্টাব্দের ৯ই ফেব্রুয়ারি বিটিভি স্থানান্তরিত হয় রামপুরার নিজস্ব টিভি ভবনে এবং ৬ই মার্চ থেকে রামপুরা টিভি ভবনে নতুন আঙ্গিকে শুরু হয় বিটিভির সম্প্রচার কার্যক্রম শুরু হয়।

১৯৮০ খ্রিষ্টাব্দে রঙিন সম্প্রচার শুরু করে।

১৯৯৬ খ্রিষ্টাব্দের ১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার ৩ পৌষ ১৪০৩), বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্র সম্প্রচার শুরু করে।

২০০৪ খ্রিষ্টাব্দের ১১ এপ্রিল (রবিবার ২৮ চৈত্র ১৪১০), বিটিভি ওয়ার্ল্ড সম্প্রচার শুরু হয়।

২০১১ খ্রিষ্টাব্দের ২৫ জানুয়ারি (মঙ্গলবার, ১০ মাঘ ১৪১৭), ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় পরীক্ষামূলক ডিজিটাল টেরিস্ট্রিয়াল সম্প্রচার শুরু করা হয়।

২০১৩ খ্রিষ্টাব্দের ২৬ ফেব্রুয়ারি মোবাইল টিভি সম্প্রচার শুরু (টেলিটক মোবাইলে)। ১২ই নভেম্বর শুরু হয় IPTV তে বিটিভির অনুষ্ঠান সম্প্রচার এবং Web TV তে বিটিভির অনুষ্ঠান সম্প্রচার।

২০১৯ খ্রিষ্টাব্দের ১লা জুলাই বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটে (
বঙ্গবন্ধু কৃত্রিম উপগ্রহ) বিটিভি সম্প্রচার শুরু করে। ২রা ডিসেম্বর থেকে ভারতে বিটিভি ওয়ার্ল্ড সম্প্রচার শুরু হয়।

বর্তমানে বাংলাদেশ টেলিভিশন ১৪টি উপকেন্দ্র/রিলে স্টেশনের মাধ্যমে সম্প্রচার চালু রেখেছে। এগুলো হলো- নাটোর, খুলনা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, ঠাকুরগাঁও, রাজশাহী, ঝিনাইদহ, সাতক্ষীরা, পটুয়াখালী, উখিয়া এবং রাঙ্গামাটি ।

বর্তমানে বাংলাদেশ টেলিভিশন যে সকল আন্তর্জাতিক সংস্থাগুলোর গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে যুক্ত আছে, সেগুলো হলো-


সূত্র :