।
আ-এর উচ্চারণ
এটি মৌলিক স্বরধ্বনি। এর উচ্চারণ স্থান কণ্ঠ। এর উচ্চারণ দীর্ঘ ও
বিবৃত। এই বর্ণটি ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত হলে া ' -রূপ লাভ করে। এই
রূপটির উচ্চারণ হবে আকার। ধ্বনিতত্ত্বের বিচারে এটি বিবৃত।
এটি উচ্চারণের সময় ঠোঁট দুটো অর্ধ -বিবৃত অ-এর চেয়ে একটু বেশি প্রসারিত হয়। সংস্কৃত ব্যাকরণে অ-এর দীর্ঘরূপ হিসাবে আ-ধ্বনিকে বিবেচনা করা হয়েছে। ডান পাশের চিত্রে আ উচ্চারণে জিহ্বার অবস্থান দেখানো হলো।
আ এর হ্রস্ব ও দীর্ঘ উচ্চারণরূপ বাংলাতে আছে,তবে তা লিপি দ্বারা চিহ্নিত করার বিধান নেই। সে কারণে, একই আ- ধ্বনি ব্যক্তি বিশেষের উচ্চারণে হ্রস্ব বা দীর্ঘ মান লাভ করে। আবার আ ধ্বনিটির দ্বারা বিশালত্ব, ছোট বা মৃদুর বিপরীত অর্থ হিসাবে, অনেকেই পর্যাপ্ত উদাহরণ টেনেছেন।
 |
ঠোঁট
দুটো অর্ধ-বিবৃত অ-এর
চেয়ে একটু বেশি প্রসারিত |
রবীন্দ্রনাথ ও রামেন্দ্রসুন্দর ত্রিবেদী আ ধ্বনির বিশালত্বের পর্যাপ্ত উদাহরণ টেনেছেন অর্থের বিচারে। ধ্বনির বিচারে ওই সকল আ যে দীর্ঘই হবে,তার কোন কারণ নেই। যেমন- আসমুদ্রহিমাচল শব্দটি। এখানে আ ধ্বনিটি দীর্ঘ উচ্চারণ করলে, বিস্তীর্ণ বা বিশালত্বকে প্রকাশ করে। এরূপ হতে পারে আপাদমস্তক। ব্রজবুলিতে আ-যুক্ত ক্রিয়াপদে আ ধ্বনিটি দীর্ঘ না করলে, তার স্বমহিমা হারায়। যেমন- আইল শব্দটি ব্রজবুলিতে আ দীর্ঘ না করলে, তা ঢাকাইয়া উচ্চারণের মতো শোনায়। বাংলা বর্ণমালায় দীর্ঘ আ প্রকাশের কোন প্রতীক নেই। আন্তর্জাতিক ধ্বনিলিপি অনুসারে এর চিহ্ন হবে-a। এই বর্ণটি গ্রহণের ব্যাপারে কারো দ্বিমত পাওয়া যায় না।
যৌগিক
স্বরধ্বনি সৃষ্টিতে আ- ধ্বনির
পরিবর্তন
যখন আ ধ্বনির পূর্বে বা পরে অন্য স্বরধ্বনি উচ্চারিত হয়,
তখন উভয় ধ্বনি মিলে একটি যৌগিক স্বরধ্বনি উৎপন্ন করে।
আদ্য আ ধ্বনির পরে অন্য
স্বরধ্বনি থাকলে জিহ্বার অবস্থান পরিবর্তনের সাথে সাথে স্বরধ্বনি একটি বিশেষ ধ্বনি
বৈশিষ্ট্য সৃষ্টি করে,
তার নমুনা পাশের চিত্রে দেখানো হলো।
মূলস্বর : আ
১।
আ-ই : যেমন- খাই (খ্ + আ + ই)
২।
আ-উ : যেমন- দাউ (দাউ দাউ) (দ্ + আ + উ)
৩।
আ-এ : যেমন- গায়্ (গ্ + আ + এ)
৪।
আ-ও : যেমন- খাও (খ্ + আ + ও)
আ-ধ্বনি যুক্ত
যৌগিক স্বরধ্বনির তালিকা
অআ |
অআ |
বআ
|
আয়ো |
আয়োন |
আয়োজন |
অইয়া |
ওইআ |
খইয়া |
আয়্যা |
আয়এ্যা |
মায়এ্যা |
অউয়া |
ওউ
|
আমউয়া (মোউয়া) |
ইআ
|
ইআ
|
খিআতি |
অওয়া |
অওআ |
সওয়া (শওয়া) |
ইওয়াই |
ইওআ
|
দিওয়ালী |
অয়া |
অয় |
আদয়া |
ইয়া
|
ইআ |
প্রিয়া |
আআ
|
আআ
|
কাআ
|
ইয়াই |
ইআই
|
বিয়াই |
আই |
আই |
গাই |
ইয়াইআ |
ইয়াইআ |
পিয়াইয়া |
আইও |
আইও |
আইও |
উআ
|
উআ |
গুআ |
আইয়
|
আইও
|
নাইয়র |
উইঞা |
উইআঁ |
ভুইঞা |
আইয়া |
আইআ |
নাইয়া |
উওয়া |
উওআ
|
চুওয়াল |
আইয়ে |
আইএ |
গাইয়ে |
উঁইয়া |
উঁইআ |
ভূঁইয়া |
আউ
|
আউ
|
ঝাউ
|
উঞা
|
উআঁ |
ভুঞা |
আউই
|
আউই
|
তাউই |
উয়া
|
উআ
|
জুয়া |
আউও
|
আউও
|
আউওল |
উয়ায় |
উআয়
|
যুয়ায় |
আউয়া |
আউয়া |
কাউয়া |
এআ |
এআ |
লেআ |
আএ
|
আএ
|
সাএল |
এইয়া |
এইআ
|
ডেইয়া |
আও
|
আও
|
খাও
|
এউয়া |
এউআ
|
ডেউয়া |
আওই
|
আওই
|
তাওই |
এওয়া |
এওআ |
দেওয়া |
আওয়া |
আওআ
|
ছাওয়া |
এওয়ায় |
এওআঅ |
রেওয়ায়ত |
আওয়ি |
আওই
|
চাওয়ি |
|
এ্যাওআ |
দেওয়া (দ্যাওয়া) |
আয়
|
আয়্
|
আয়
|
এয়া
|
এআ
|
খেয়া |
আয়
|
আঅ
|
পায়স |
এয়াই |
এআই
|
নেয়াই |
|
আয়ো |
আয়তী (আয়োতি) |
ওআ
|
ওআ
|
কোআ |
আয়ই
|
আওই
|
পায়ই (পায়োই) |
ওইয়া |
ওইআ
|
তৈয়ার |
আয়ওয়া |
হায়ওয়ান |
হায়ওয়ান |
ওইয়াই |
ওইআই |
নৈয়ায়িক |
আয়া
|
আয়া
|
আয়া
|
ওউয়া |
ওউআ |
চৌয়ারি |
আয়ি
|
আ-ই
|
কায়িক |
ওওয়া |
ওওআ |
ধোওয়া (ধোওআ) |
আয়ু
|
আয়ু
|
আয়ু |
ওয়া
|
ওআ
|
মোয়া |
আয়ে
|
আয়ে
|
আয়েশ |
ওয়াই |
ওআই
|
খোয়াই |
ব্যবহারিক
ক্ষেত্রের বিচারে আ ধ্বনির
পরিবর্তন
আদি স্বরাগম :
স্টেবল>আস্তাবল, স্পর্ধা>আস্পর্ধা
ইত্যাদি।
মধ্য স্বরাগম :
আ-এর আগম।দিশ্>দিশা,
মিশ্>মিশা ইত্যাদি।
অন্ত্য স্বরালোপ :
আশা>আশ, সঞ্ঝা>সাঁঝ
অভিশ্রুতি :
অ +ই +আ>অ=ও+এ
চলিয়া>চইলা>চলে
অ +আই +আ>ও
বলাইয়া>বলিয়ে>বলে
অ
+ইআ +ই>অ=ও+এ+ই
করিয়াছি>করেছি
অ
+উ+আ>অ=ও
+ও জলুয়া>জলো
আ
+অ +ইআ>উ +এ
কান্দনিয়া>কাইন্দয়া>কাঁদুনে
আ
+ই +অ>এ+ও
আইহঅ (অবিধবা>অবিহবা)>আইহ>আইঅ>আয়্য>এও
আ
+ই +ও>এ+ও
রাখিহ>রাখিঅ>রাইখো>রেখো
আ
+ই +আ>এ+এ আসিয়া>আইস্যা>এসে
আ
+আই +আ>এ
নাচাইয়া>নাআইচা>নেচে
আ
+উ +আ>এ +ও
সাথুয়া>সাউথুআ>সাইথুয়া>সেথো
ই
+অ +ইআ>উ+এ
শিখনিয়া>শিখুনে
উ
+অ +ইআ>উ +উ+এ
জুড়নিয়া>জুড়ুনে
ও
+অ +ইআ>উ +উ
এ কোন্দলিয়া>কুঁদুলে।
অ- শ্রুতি ও ব-শ্রুতি : যা + আ =যাআ>যাওয়া,না
+আ =নাআ>নাওয়া ইত্যাদি।
অসমীকরণে আ ধ্বনি : ধপ +ধপ =ধপাধাপ,টপ্
+টপ্>টপাটপ ইত্যাদি।
সন্ধির বিচারে আ- বানান
পরিবর্তন রীতি
সংস্কৃত স্বরসন্ধিতে পরিবর্তিত আ বর্ণ।
অ + অ =আ
অ + আ =আ
আ + অ =আ
আ + আ =আ
আ + ই =এ
আ + ঈ =এ
আ + উ =ও
আ + ঊ =ও
আ + ঋ =অর্
আ + ঋত =আর্ত
আ + এ =ঐ
আ + ঐ =ঐ
আ + ও =ঔ
আ + ঔ =ঔ
ই + আ =অ্যা
ঈ + আ =অ্যা
উ + আ =বা (আ)
ঋ + আ =র্আ
ও + আ =অবা |
নব + অন্ন =নবান্ন
হিম + আলয় =হিমালয়
আশা + অতিরিক্ত =আশাতিরিক্ত
বিদ্যা + আলয় =বিদ্যালয়
যথা + ইষ্ট =যথেষ্ট
রমা + ঈশ =রমেশ
মহা + উদয় =মহোদয়
মহা + ঊর্মি =মহোর্মি
মহা+ ঋষি =মহর্ষি
তৃষ্ণা +ঋত=তৃষ্ণার্ত
সদা + এব =সদৈব
মহা + ঐশ্বর্য্য =মহৈশ্বর্য্য
মহা + ওষধি =মহৌষধি
মহা + ঔষধ =মহৌষধ
অতি + আচার =অত্যাচার
মসী + আধার =মস্যাধার
সু + আগত =স্বাগত
পিতৃ + আলয় =পিত্রালয়
গো +আদি =গবাদি |
সংস্কৃত
ব্যঞ্জনসন্ধিতে পরিবর্তিত আ ধ্বনি ।
আ + ছ
=আচ্ছ আ +ছন্ন =আচ্ছন্ন
ঃ + আ =র্+আ>রা
নিঃ +আকার =নিরাকার ।
ট্ + আ =ড় ষট্ +আনন =ষড়ানন |
সংস্কৃত বিসর্গসন্ধিতে পরিবর্তিত আ বর্ণ
অঃ +আ =অআ মনঃ +আশা =মন-আশা
আঃ +ক =স্ক ভাঃ + কর =ভাস্কর |
নিপাতনে
সিদ্ধ সন্ধি
আ
+চর্য =আশ্চর্য আ +পদ =আস্পদ |
বাংলা
স্বরসন্ধিতে পরিবর্তিত আ বর্ণ
অ + অ
=আ পোস্ট +অফিস =পোস্টাফিস
অ + আ =আ থাল + আ =থালা
আ + আ =আ শাঁখা + আরি =শাঁখারি
আ + ই =এ যা + ইচ্ছেতাই =যাচ্ছেতাই
আ + ঈ =এ ঢাকা + ঈশ্বর =ঢাকেশ্বর
আ + উ =উ মিথ্যা + উক =মিথু্যক
আ + এ =য় আমা + এ =আমায়
উ + আ = য়া বাবু + আনা = বাবুয়ানা
এ + আ = এ মেয়ে + আলি = মেয়েলি
ও + আ =য়া শো + আ = শোয়া |
সূত্র :
- ধ্বনিবিজ্ঞান ও বাংলা
ধ্বনিতত্ত্ব । মুহম্মদ আবদুল হাই রচনাবলী প্রথম খণ্ড। বাংলা একাডেমী ঢাকা। আষাঢ় ১৪০১/জুন ১৯৯৪।
- ব্যাবহারিক বাংলা
উচ্চারণ অভিধান। আনিসুজ্জামান, ওয়াহিদুল হক, জামিল চৌধুরী, নরেন বিশ্বাস।
জাতীয় গণমাধ্যম ইনসটিটিউট। ৮ ফাল্গুন ১৩৯৪
- ভাষাপ্রকাশ বাঙ্গালা
ব্যাকরণ। সুনীতিকুমার চট্টোপাধ্যায়। রূপম। মে ১৯৮৯।
- সাধারণ ভাষাবিজ্ঞান ও
বাংলা ভাষা। ডঃ রামেশ্বর শ'। পুস্তক বিপণি। ৮ই ফাল্গুন, ১৩৯৪/২১শে
ফেব্রুয়ারি, ১৯৮৮।