বলবান
বানান বিশ্লেষণ: ব্+অ+ ল্+অ +ব্‌+আ+ন্+অ
উচ্চারণ:
bɔ.lo.ban  (ব.লো.বান্)
শব্দ-উৎস: সংস্কৃত বলবান> বাংলা বলবান
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: বল (শারীরিক শক্তি)+ বৎ (বতুপ)
পদ: বিশেষণ
অর্থ: অংশের অধিকার রাখে এমন পুরুষ বা ভাগের অধিকারী।
সমার্থক শব্দাবলি: বলবন্ত, বলবান, বলশালী, বলান্বিত, বলী, শক্তিধর, শক্তিমান, শক্তিশালী
বিপরীতার্থক শব্দ: বলবতী (স্ত্রীলিঙ্গার্থে)।
 
সূত্র: