১. ঊর্ধ্বক্রমবাচকতা {উপগ্রহ | মহাকাশীয় বস্তু| প্রাকৃতিক লক্ষ্যবস্তু | এককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}অঘর্মধামা, অত্রিজ, অত্রিজাত, অত্রিনেত্র, অত্রিনেত্রজ, অত্রিনেত্রপ্রভব, অত্রিনেত্রপ্রসূত, অত্রিনেত্রভব, অত্রিনেত্রভূ, অব্জ, অব্ধিজ, অমৃতকর, অমৃতদীধিতি, অমৃতদ্যুতি, অমৃতমূর্তি, অমৃতসম্ভব, অমৃতসূ, অম্ভোজ, অর্ণবোদ্ভব, ইন্দু, উড়ুপ, ঋক্ষেশ, এণাঙ্ক, ওষধিগর্ভ, ওষধিনাথ, ওষধিপরি, ওষধীশ কলাধর, কলানাথ, কলানিধি, কলাভৃৎ, কান্তিভৃৎ, কুমুদনাথ, কুমুদপতি, কুমুদবান্ধব, কৌমুদীপতি, ক্ষীরাদ্ধিজ, ক্ষীরোনন্দন, চন্দ্র, চন্দ্রক, চন্দর, চন্দ্রমা, চন্দ্রিমা, চাঁদ , ছায়াঙ্ক, তারানাথ, তারাধিপ, তারাধিপতি, তারাপতি, তারাপীড়, তুহিনদীধিতি, তুহিনাংশু, দ্বিজপতি, দ্বিজরাজ, দ্বিজেন্দ্র, নক্ষত্রেশ, নক্ষত্রপতি, নক্ষত্রাধিপতি, নিশাকর, নিশানাথ, নিশাপতি, নিশামণি, নিশিরত্ন, নিশিনাথ, নিশিকান্ত, নিশিপতি, পক্ষধর, বিধু, মৃগাঙ্ক, যামিনীকান্ত, যামিনীনাথ, যামিনীপ্রকাশ, রজনীকর, রজনীকান্ত, রজনীপতি, রজনীশ, রজনীরাজ, রজনীসখা, রাকাপতি, রাকেশ, রাত্রিকর, রাত্রিমণি, রেবতীপতি, রেবতীরমণ, শশধর, শশবিন্দু, শশভৃৎ, শশলক্ষণ, শশলাঞ্ছন, শশাঙ্ক, শশী, শীতকিরণ, শীতময়ূখ, শীতরশ্মি, শীতাংশু, সিতকর, সিতরশ্মি, সিতাভ, সিতাংশু, সুধাংশু, সুধাকর, সুধাধামা, সুধাধার, সুধানিধি সুধাবর্ষী, সোম, হরিণাঙ্ক, হিমকর, হিমকিরণ, হিমধামা, হিমপ্রকাশ, হিমাংশু।১.১ অর্থ: চা দীপ্তি দেয়, এই অর্থে চন্দ্র, চন্দ্রক। পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম। [চন্দ্র (জ্যোতির্বিজ্ঞান)]
সমনামসমূহ:
১.২. অর্থ : যে কোনো গ্রহের উপগ্রহকে ওই গ্রহের চন্দ্র বলা হয়।
উদাহরণ : শনিগ্রহের চাঁদগুলো খালি চোখে দেখা যায় না।
২.
ঊর্ধ্বক্রমবাচকতা
{|
হিন্দু
দেবতা
|
দেবতা
|
দৈবসত্তা
|
অতিপ্রাকৃতিক সত্তা
|
বিশ্বাস
|
প্রজ্ঞা
|
জ্ঞান |
মনস্তাত্ত্বিক ঘটনা |
বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা
|
সত্তা
|}
অর্থ:
হিন্দু পৌরাণিক দেবতা। ইনি
চাঁদের অধিপতি।
সমনামসমূহ:
অত্রিজ, অত্রিজাত, অত্রিনেত্রজে, অত্রিনেত্রপ্রসূত, অত্রিনেত্রপ্রভব,
অত্রিনেত্রভব, অত্রিনেত্রভূ, অব্জ, অব্জদেব, অব্দিজ, অভিরূপ, অম্ভোজ, অর্ণবোদ্ভব,
চন্দ্র, চন্দ্রদেব, চন্দ্রদেবতা।
২.
ঊর্ধ্বক্রমবাচকতা { ভাবপ্রতীক | প্রতীক | সঙ্কেতচিহ্ন | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }