ক্রুর
বানান বিশ্লেষণ: ক্+র্+উ+র্+অ
উচ্চারণ:
kru.ro [ক্রু.রো]
শব্দ-উৎস: সংস্কৃত ক্রুর> বাংলা ক্রুর
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: কৃৎ(ক্রয় করা) + র (রক্), কর্তৃবাচ্য
পদ: বিশেষণ
১. অর্থ:

১.১. অসরল আচরণ অর্থে।
সমারথক শব্দাবলি: কপট, অসরল।

১.২. বাহ্যিকভাবে সরল ব্যবহার করে, কিন্তু এর পিছনে নিজের স্বার্থ পূরণে সচেষ্ট থাকে।
সমার্থক শব্দাবলি: কপট, খল, প্রতারক, প্রবঞ্চক, ভণ্ড, শঠ।
যুক্তশব্দ:

  • পূর্বপদ: ক্রূরাত্মা, ক্রূরাশয়

১.৩. সত্যকে বিকৃত করে।
সমার্থক শব্দাবলি: অসত্য, কপট, মিথ্যা।

১.৪. যা স্বাভাবিক, তার পরিবর্তে ভিন্নতর আচরণ করে।
সমার্থক শব্দাবলি: কপট, কৃত্রিম

. অর্থ:  যে অকল্যাণকর আচরণ প্রকাশ করে।
সমার্থক শব্দাবলি: অকল্যাণকর, অশুভ, অহিতকর
যুক্তশব্দ:
  • পূর্বপদ: ক্রূরলোচন

. অর্থ:  নিষ্ঠুর অর্থে ক্রূর শব্দের ব্যবহার হয়ে থাকে
সমার্থক শব্দাবলি: দয়াহীন, নির্দয়, নিষ্ঠুর
যুক্তশব্দ:

  • পূর্বপদ: ক্রূরকর্মা, ক্রূরমতি

. অর্থ: যা উগ্রভাবে প্রকাশিত হয়।
সমার্থক শব্দাবলি: উগ্র, তীব্র
যুক্তশব্দ:

  • পূর্বপদ: ক্রূরগন্ধ
বিপরীতার্থ শব্দ: