ঋণ
বানান বিশ্লেষণ : ঋ+ন্+অ
উচ্চারণ:
rin
[রিন্]
শব্দ-উৎস:
সংস্কৃত
ঋণ>
বাংলা ঋণ ।
১.রূপতাত্ত্বিক বিশ্লেষণ: √
ঋ
(গমন করা, পাওয়া) +
ত
(ক্ত)}
ঋত>ঋণ
কর্তৃবাচ্য
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{।
অবস্থা দশা |
মনোগত দশা|
সত্তাগুণ |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা |
}
অর্থ :
১.১ যা গ্রহণের পর পরিশোধ করার দায় থাকে, এই অর্থে- ঋণ, কর্জ, দেনা,
ধার। ইংরেজি:
debt
১.২. উপকার পাওয়ার সূত্রে কৃতজ্ঞতার বন্ধন। (আমার জন্য তুমি যা করেছে, তার
ঋণ আমি শোধ করতে পারবো না)
১.৩. অবিচার, অন্যায় ইত্যাদির জন্য পরিশোধ্য বিষয়। (দিনে দিনে কত বাড়িয়াছে
দেনা, শুধিতে হইবে ঋণ)
১.৪. হিন্দু দর্শন মতে- মানুষ জন্মগত সূত্রে অর্জিত দায়বদ্ধতা। এই ঋণের
সংখ্যা তিনটি। ঋণ তিনটি হলো —
ঋষি-ঋণ, দেব-ঋণ এবং পিতৃ-ঋণ। এই ঋণ পরিশোধের
জন্য যে বিধান আছে, তা হলো-
- ঋষি-ঋণ : ব্রহ্মচর্য, বেদপাঠ ও তপস্যার দ্বারা পরিশোধিত হয়।
- দেব-ঋণ : যজ্ঞ, পূজা,
উপবাস এবং ব্রত দ্বারা পরিশোধিত হয়।
- পিতৃ-ঋণ : সন্তান এবং শ্রাদ্ধ দ্বারা পরিশোধিত হয়।
বিপরীত শব্দ :
অঋণ
২ রূপতাত্ত্বিক বিশ্লেষণ: √
ঋ
(গমন করা, পাওয়া) +
ত
(ক্ত)}
ঋত>ঋণ কর্মবাচ্য
পদ: বিশেষ্য
অর্থ: গণিতে ব্যবহৃত বিয়োগ চিহ্ন (-)।
উসাহরণ: ঋণাত্মক চিহ্ন
সূত্র:
- চলন্তিকা। রাজশেখর বসু। এমসি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ।
১৪০৮।
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য
অকাদেমী। ২০০১।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।
- বাংলা বানান চিন্তা (প্রথম ও দ্বিতীয় খণ্ড)। অধ্যাপক পি.
আচার্য। জুলাই ১৯৯৭।
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম ও দ্বিতীয় খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন
দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০।
- বাংলা একাডেমী সমকালীন বাংলা ভাষার অভিধান স্বরবর্ণ অংশ। আবু ইসহাক।
ফাল্গুন ১৪০৪/ফেব্রুয়ারি ১৯৯৮।
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
- শব্দসঞ্চয়িতা। ডঃ অসিতকুমার বন্দোপাধ্যায়। নিউ সেন্ট্রাল বুক
এজেন্সি প্রাঃ লিমিটেড। ২৩শে জানুয়ারি, ১৯৯৫।
- শব্দার্থ প্রকাশিকা। কেশবচন্দ্র রায় কর্মকার। দেব সাহিত্য কুটির।
মার্চ ২০০০।
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।
- সরল বাঙ্গালা
অভিধান । সুবলচন্দ্র
মিত্র।
wordnet 2.1