ঋণশূন্যভাব
[ঋন্.শুন্.নো.ভাব্]
[rin.ʃun.no.bhab]
সংস্কৃত
ऋण्
(ঋণ)>বাংলা
ঋণ+{সংস্কৃত
শূন্য>বাংলা
শূন্য।}+ সংস্কৃত
भाव
(ভাব)>বাংলা
ভাব}
ঋণ {√ঋ
(গমন করা, পাওয়া) +ত
(ক্ত)}
ঋত>ঋণ
কর্তৃবাচ্য}
+
শূন্য {শু (অতিশয়) + উন (কম)। শ্বন্ +য (যৎ)}
+ ভাব {√ভূ
(হওয়া) +অ
(ঘঞ্),
ভাববাচ্য
}
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { |
দশা
|
সত্তাগুণ
|
বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা
|
সত্তা
|}
অর্থ :
ঋণহীন অবস্থা।
সমার্থক শব্দ :
অঋণ,
আনৃণ্য,
ঋণমুক্তি,
ঋণরাহিত্য,
ঋণশূন্যভাব,
ঋণহীনতা,
ঋণাভাব।
[সমার্থ দেখুন :
অঋণ]