স্টাফ স্বরলিপি
ইংরেজি :
Staff
Notaion
স্টাফ নোটেশান পদ্ধতিতে স্বরের সঙ্কেত নির্ধারিত হয় স্বরের সময়জ্ঞাপক চিহ্ন
এবং স্টাফে স্বরের অবস্থান অনুসারে।
Contra: C1
Great: C
Small: c
One-line: c'
Two-line: c''
Tree line: c'''
Four line: c''''
Five line: c'''''
Six line: c''''''
বৈজ্ঞানিক পদ্ধতিতে এই অক্টেভগুলোর সঙ্কত, C-1, Co, C1, C2., C3. C4, C5, C6, C7,C8,C9।
পাশ্চাত্য সঙ্গীতে সকল স্বরই বিশেষ পদ্ধতি পাঁচট স্টাফের সাথে সমন্বয় করে স্থাপন করা হয়। স্টাফের কোথায় কোন স্বর বসবে তার নির্দেশ দেওয়া হয়- ক্লেফের মাধ্যম।