ক্লেফ (Clef)
বর্তমানে পাশ্চাত্য স্বরলিপিতে তিন ধরনের ক্লেফ ব্যবহৃত হয়। এই ক্লেফ তিনটি বলা হয়- G, F ও C। এর জন্য তিন ধরনের চিহ্ন ব্যবহৃত হয়। এই চিহ্ন তিনটি নিচে দেখানো হলো।
ক্লেফ চিহ্নটি
স্টাফ-এর
কোথায় কি অবস্থায় বসবে, তার দ্বারা স্বরের অবস্থান সুনির্দিষ্ট করা হয়। পাশ্চাত্য
স্বরলিপিতে নানাভাবে ক্লেফ চিহ্ন ব্যবহৃত হয়ে থাকে। এই বিচারের উল্লিখিত
ক্লেফগুলোকে নানা নামে অভিহিত করা হয়। নিচে এই ক্লেফসমূহের নাম এবং ব্যবহারবিধি
তুলে ধরা হলো।
ট্রেবল ক্লেফ (Treble
clef)
এটি
জি-ক্লেফ-এর একটি সাধারণ প্রকরণ। বর্তমানে সবচেয়ে বেশি এই ক্লেফ ব্যবহৃত হয়ে থাকে।
এই কারণে সাধারণভাবে জি-ক্লেফ বলতে ট্রেবল ক্লেফকেই বুঝায়।
এই ক্লেভ চিহ্নের নিচের দ্বিতীয় কুণ্ডলী প্রথম রেখা স্পর্শ করে থাকে। কিন্তু
G4 স্বরটি নিচের
থেকে দ্বিতীয় রেখা বরাবর থাকে। এই ক্লেফ নির্ভর স্বরলিপি পাশ্চাত্য প্রায় সকল
বাদ্যযন্ত্রের জন্য ব্যবহৃত হয়ে থাকে। বাদ্যযন্ত্র এই তালিকায় রয়েছে বেহালা, বাঁশি,
ওবো, ব্যাগপাইপ, ইংলিশ হর্ন, সকল ধরনের ক্লারিনেট, সকল ধরনের স্যাক্সোফোন, হর্ন,
ট্রাম্পেট, কর্নেট, ইউফোনিয়াম, ব্যারিটোন হর্ন, ভাইব্রাফোন, জাইলোফোন, ম্যাণ্ডোলিন,
গিটার। হার্প এবং কীবোর্ড বাদ্যযন্ত্রের ক্ষেত্রে গ্রান্ড স্ট্যাফের উপরে এই
ক্লেফযুক্ত স্টাফ ব্যবহার করা হয়।
ফ্রেন্স ভায়োলিন ক্লেফ (French violin clef)
এটি জি-ক্লেফ-এর একটি ভিন্নতর প্রকরণ। এর ক্লেফ চিহ্নটির নিচের দ্বিতীয় কুণ্ডলী নিচের দিকের প্রথম রেখার উপরে বসে। একে ফ্রেন্স ক্লেফ (French clef) বা ফ্রেন্স ভায়োলিন ক্লেফ (French violin clef) বলা হয়। এই ক্লেফ ব্যবহারের ফলে G4 স্বরটি স্টাফের নিচের রেখায় অবস্থান করে।
ব্যাজ ক্লেফ/এফ
ক্লেফ (Bass
Clef/F-Clef)
একে
বলা হয় এফ-ক্লেফ বা ব্যাজ
ক্লেফ। এই চিহ্নের নিচের অংশ স্টাফের চতুর্থ রেখা অর্থাৎ এফ স্বরস্থানকে ছেদ করে
অঙ্কিত হয়। এই ক্লেফটি ব্যবহৃত হয় ডাবল ব্যাজ, ব্যাজ গিটার, ব্যাসোন এবং
কন্ট্রাব্যাসোন, ট্রোন্বোন, টুবা এবং টিম্পানি বাদ্যযন্ত্রের জন্য।
সাব-ব্যাজ ক্লেফ
(Sub-Bass
Clef)
এটি
ক্লেফ-ক্লেফ-এর একটি প্রকরণ। এফ-ক্লেফকে
যখন পঞ্চম রেখায় স্থাপন করা হয়, তখন একে বলা হয় সাব-ব্যাজ ক্লেফ।
সি-ক্লেফ
(C-clef)
স্টাফের
স্টাফের নিচের পঞ্চম রেখার নিচে সি-এর অবস্থান নির্ধারিত
হবে।