ঐরকমে
বানান বিশ্লেষণ: অ+ই+র্+অ+ক্+অ+ম্+এ
উচ্চারণ:
oi.rɔ.ko.me (ওই.র.কো.মে)
শব্দ-উৎস: বাংলা +আরবি রকম> বাংলা ঐরকম >ঐরকমে
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
ঐরকম +এ
পদ: বিশেষণ (ক্রিয়া-বিশেষণ)

অর্থ : পূর্ব নির্দেশিত প্রকরণে বা পদ্ধতিতে।
সমার্থক শব্দাবলি : অইছে, অইসনি, অইসনী, অইসে, অইসেঁ, অমনি, ঐছনে, ঐছে, ঐপ্রকারে, ঐভাবে, ঐমতে, ঐরকমে, ঐরূপে, তৎপ্রকারে, তদ্রূপে, সেইপ্রকারে, সেইমতে, সেইরূপে, সেমতে, সেরূপে
উদাহরণ: ঐরকমে চললে দুই দিনে ফকির হয়ে যাবে
ইংরেজি:
like that