সেইরূপে
বানান বিশ্লেষণ : স্+এ+ই+র্+ঊ+প্+এ
উচ্চারণ:
ʃei.ru.pe (সেই.রু.প)
শব্দ-উৎস: বাংলা+সেই  সংস্কৃত রূপ> বাংলা সেইরূপ> সেইরূপে
রূপতাত্ত্বিক বিশ্লেষণ :
সেরূপ+এ
পদ : বিশেষণ { ক্রিয়া-বিশেষণ }

অর্থ :
পূর্ব নির্দেশিত প্রকরণে বা পদ্ধতিতে।
সমার্থক শব্দ : অইছে,  অইসনি, অইসনী, অইসে, অইসেঁ, অমনি, ঐছনে, ঐছে, ঐপ্রকারে, ঐভাবে, ঐমতে, ঐরকমে, ঐরূপে, তৎপ্রকারে, তদ্রূপে, সেইপ্রকারে, সেইমতে, সেইরূপে, সেমতে, সেরূপে
উদাহরণ: অইছে করবি যৈছে বৈরি না হাসই/বিদ্যাপতি।
ইংরেজি :
like that
 


সূত্র :